রাজধানীর মিডফোর্ড হাসপাতাল, রেলওয়ে জেনারেল হাসপাতালসহ ছয়টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু নিয়ে শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের
হাসপাতালগুলো হলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকা, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর, রেলওয়ে জেনারেল হাসপাতাল, কমলাপুর, ঢাকা, আমিন বাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ঢাকা, লালকুঠি হাসপাতাল, মিরপুর, ঢাকা ও কামরাঙ্গীচর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ঢাকা।
আরও পড়ুনঃ ডেঙ্গু নির্মূল না হওয়া পর্যন্ত কর্মকর্তারা মাঠে থাকবে: মেয়র আতিক