মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা নিয়ে ‘ ৭১-এ নারী ’ শিরোনামে চার পর্বের পডকাস্ট সম্প্রচারিত হচ্ছে ইউএনবিতে। বুধবার সম্প্রচারিত হয়েছে এই সিরিজের দ্বিতীয় পর্ব ‘১৯৭১-এ নারী যোদ্ধা’।
‘ ৭১-এ নারী’ সিরিজের প্রথম পর্ব ‘১৯৭১ সালে নারীদের ভূমিকা’ ইতোমধ্যেই সম্প্রচার হয়েছে। ইউএনবি পডকাষ্টঃ ৭১-এ নারী-১৯৭১ সালে নারীদের ভূমিকা | পর্ব-০১
চার পর্বের এই পডকাস্ট সিরিজে আলোচনা করছেন ইউএনবি’র এডিটর এট লার্জ আফসান চৌধুরী। তিনি একজন শিক্ষক, সাহিত্যিক, গবেষক ও সাংবাদিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন আফসান চৌধুরী।
৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বরের গৌরবময় দিনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ১৯৭১ সালের এই দিনেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। আর এ বছর বাংলাদেশ পালন করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মিলে যাওয়ায় এবারের বিজয় দিবসের বিশেষ তাৎপর্যও ছিল।
কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদানকে তেমন গুরুত্ব দিয়ে স্বীকার করা হয় না। মুক্তিযুদ্ধে নারীর অবদানকে তুলে ধরাই হলো ‘৭১-এ নারী’ শিরোনামে চার পর্বের এই পডকাস্ট সিরিজের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন: আফগানিস্তান: বিপদে শিশুরা, বিবাদে তালেবান আর অথর্ব জাতিসংঘ
নয়া তালেবান, পুরান তালেবান: তফাৎ কী?