উদ্ধারকৃতরা হলেন- হাবিবুর নবী শুভ (২৩), মো. শাহরিয়ার ইমন (২৩), নাহিদ (১৪), সানি(৮) এবং দেলোয়ার হোসেন(২৬)।
শুক্রবার দুপুর ৩টার দিকে ৯৯৯ নম্বরে হৃদয় নামে এক কলার জানান, তার ভাই ইমনসহ আরও কয়েকজন সীতাকুণ্ডের অগ্নিকুণ্ড পাহাড়ে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। এখন তারা উপরে উঠতে পারছেনা, নীচেও নামতে পারছেনা। আটকে পড়া সবাই কিশোর ও তরুণ বয়সী বলেও জানান কলার।
ধর্ষণের শিকার গর্ভবতী তরুণীকে হাসপাতালে ভর্তি করলো ৯৯৯
৯৯৯ কলারের সাথে সীতাকুণ্ড থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয় এবং একই সাথে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানায়। সংবাদ পেয়ে সীতাকুন্ড মডেল থানার একটি মোবাইল টিম ফায়ার সার্ভিসের সহায়তায় ওই পাঁচজনকে উদ্ধার করে।
উদ্ধার পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃতদের মধ্যে তিনজন (শুভ, ইমন, দেলোয়ার) পর্যটক এবং বাকী দুইজন (নাহিদ ও সানি) স্থানীয়।
৯৯৯ এ মায়ের ফোন: মেয়েকে ধর্ষণের চেষ্টাকারী ব্যক্তি আটক
স্থানীয় নাহিদ ও সানি পর্যটকদের নিয়ে পাহাড়ে ওঠার একপর্যায়ে পথ হারিয়ে পাহাড়ে আটকা পড়ে এবং নিরুপায় হয়ে ৯৯৯ এ ফোন করে সীতাকুন্ড থানার সাথে যোগাযোগ করে। উদ্ধারকৃত সকলে সুস্থ আছেন।
চাকরি চলে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ ফোনকলে উদ্ধার