নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়া চিকিৎসায় আছে কিনা সেটা নিয়ে বাংলার ১৬ কোটি মানুষের মাথা ব্যথার কোন কারণ নাই। এটা নিয়ে তাদের কিছু যায় আসে না।’
মঙ্গলবার ভোলার চরফ্যাশনে বেতুয়া নদী বন্দরের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,‘বাংলাদেশের উন্নয়ন, রাজনীতি, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় খালেদা জিয়ার কোন ভূমিকা নাই।’
আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে সব নদীর পলি অপসারণ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
তিনি বলেন,‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের লালনপালন, মানুষ হত্যা, গ্রেনেড মেরে শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্রে তার ভূমিকা রয়েছে। খালেদা জিয়া একটি অন্ধকারের নাম। জিয়া পরিবার একটি খুনি পরিবার। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে।’
এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব,বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক,জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরী ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শীতলক্ষ্যা নদী তীরের ৩৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ
উল্লেখ্য, এ বছরের ১২ অক্টোবর বেতুয়া নদী বন্দরের গেজেট ঘোষণা করা হয়। দেশে মোট ৩৬ নদী বন্দর রয়েছে। ২৪ অক্টোবর দেশের ৩৬তম নদী বন্দর 'কোম্পানীগঞ্জ-সোনাগাজী নদী বন্দরের' গেজেট ঘোষণা করা হয়। ২০১০ সাল থেকে এ পর্যন্ত ১৬ নতুন নদী বন্দর ঘোষণা করা হয়। আরও পাঁচটি নদী বন্দর ঘোষণার প্রস্তাবনা রয়েছে। ৩৬ নদী বন্দরের আওতায় বিআইডব্লিউটিএ'র নিয়ন্ত্রণে ৪৫৭টি ঘাট/পয়েন্ট ইজারা দিয়ে থাকে।