প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ‘হাসিনা- এ ডটারস টেল’ ডকুড্রামা আবারও বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।
সোমবার (১৭ মে) দুপুর সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল সিনেমাটি আবারও প্রচার করবে।
জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার পর দীর্ঘ ছয় বছরের অপেক্ষা শেষে ১৯৮১ সালে ১৭ মে নিজে দেশে ফিরে আসেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: ফিলিস্তিনের এক বাড়ির নাম ‘শেখ হাসিনা’
বঙ্গবন্ধুর হত্যার সময় জার্মানিতে অবস্থান করা শেখ হাসিনা ফোনের মাধ্যমে জানতে পারেন বঙ্গবন্ধু হত্যার কথা। এরপরের ছয়টি বছর জীবনে অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে তাকে। দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষা ও লড়াইয়ের গল্প ফুটিয়ে তোলা হয় ‘হাসিনা- এ ডটারস টেল’ চলচ্চিত্রে।
‘হাসিনা- এ ডটারস টেল’ প্রযোজনা করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
এর ঢাকা লিট ফেস্ট, বাংলাদেশ ফিল্ম ফেস্টিভাল কলকাতা এবং ভারতের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল এবং বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রদর্শিত এবং প্রচারিত হয় সিনেমাটি।