নিলামের ‘প্যাকেজে’ ছিল তাহসানের প্রথম একক-অ্যালবাম ‘কথোপকথন’ এর অরিজিনাল মাস্টার ডিএটি (ডিজিটাল অডিও টেপ) কপি, জনপ্রিয় ‘ঈর্ষা’ গানের আসল হাতেলেখা লিরিকস এবং তাহসানের বাসায় ডিনার করার ও গান শোনার সুযোগ।
ফেসবুক লাইভে চলা নিলামে বিজয়ী হন আমিন হাসান। নিলামের ভিত্তিমূল্য ছিল তিন লাখ টাকা।
নিলামের এ অর্থ যাবে ব্র্যাকে। সংস্থাটি তাহসান নিজেই নির্বাচন করেছেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ নিলামের ভিডিও কনফারেন্সে অংশ নেন এবং কৃতজ্ঞতার সাথে অনুদানের বিষয়টি স্বীকার করেন।
ব্র্যাককে বেছে নেয়ার কারণ ব্যাখ্যা করে তাহসান বলেন, ‘ব্র্যাক আমার হৃদয়ের খুব কাছাকাছি। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে চার বছর অতিবাহিত করেছি। এছাড়া, আজ (সোমবার) ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের ৮৪তম জন্মদিন। তাই কিংবদন্তির প্রতি এটি আমার শ্রদ্ধা।’
আসিফ সালেহ তাহসানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ অনুদান দিয়ে মোট পাঁচ হাজার পরিবারকে দুই সপ্তাহ খাবার বিতরণ করা হবে।