মানিকগঞ্জ, ১৪ অক্টোবর (ইউএনবি)- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী গ্রামে ধলেশ্বরী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের মতো সোমবার বিকালে অনুষ্ঠিত হওয়া এ নৌকা বাইচ দেখতে নদীর পাড় দিয়ে ভিড় জমায় হাজার হাজার মানুষ।
স্থানীয় শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা খেল্লা, ঘাসি, ছিপা, চৈলা, ডিঙ্গীসহ মোট ১০টি নৌকা বাইচে অংশ নেয়।
বাইচে প্রথম হয় সাটুরিয়া উপজেলার আয়নাপুর গ্রামের আবদুর রশিদের ভাই ভাই নৌকা, দ্বিতীয় শিবালয় উপজেলার তমছের উদ্দিনের হারানো মানিক ও তৃতীয় হয় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সহিজ উদ্দিনের সোনার তরী নৌকা।
আয়োজকরা জানান, মানুষকে আনন্দ দিতে প্রতি বছরই এই নৌকা বাইচের আয়োজন করেন তারা। গ্রামীণ ঐতিহ্যের নৌকা বাইচ টিকিয়ে রাখতে সকলের পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন তারা।