নিউইয়র্কের ম্যানহাটনের ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় গত ৫ মে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সিনেমাটির প্রদর্শনী আজ ৩য় সপ্তাহে পদার্পণ করলো। জুন মাসের প্রথম সপ্তাহে রয়েছে আরও বিশেষ কয়েকটি প্রদর্শনী।
নির্মাতা ইউএনবিকে জানান, আগামী ৪ এবং ৫ জুন বিকেলে ৫টায় টেম্পি অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ডেনভারে অনুষ্ঠিত হবে বিশেষ প্রদর্শনীগুলো।
যুক্তরাস্ট্রের মোট ১৮ রাজ্যের ৫২ শহরে প্রদর্শনী হচ্ছে বাংলাদেশের ইংরেজি ছবি ‘রিকশা গার্ল’। সিনেমাটি যুক্তরাষ্ট্রে পরিবেশনায় রয়েছে বায়োস্কোপ ফিল্মস।
আরও পড়ুন: মাদক মামলায় খালাস পেলেন শাহরুখপুত্র আরিয়ান
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।
সিনেমার মূল চরিত্রে রয়েছেন নাইমা নামের এক কিশোরী, যে কিনা ঘটনাক্রমে রিকশা চালানোকে পেশা হিসেবে গ্রহণ করে। সিনেমায় নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এ্যালেন শুভ্র ও আরও অনেকে।
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ সহ বিশ্বের বিভিন্ন দেশে পুরস্কৃত হয়েছে ও সিনেমা বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন: সিয়াম আহমেদ এবার বলিউডে