করোনাভাইরাস মহামারির কারণে চার মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো কায়রো অপেরা হাউস।
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের কঠোর ব্যবস্থার মধ্যে ৪০০ জন দর্শকের অংশগ্রহণে ওপেন-এয়ার কনসার্টের আয়োজন করা হয়।
মিশরের সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ মাউনির বলেন, এটি সংগঠনের সফলতা এবং করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের সতর্কতা কঠোরভাবে মানা হয়েছে।’
তিনি জানান, বৃহস্পতিবার দেশটির সংস্কৃতিমন্ত্রী ইনাস আবদেল-দয়েমও এ কনসার্টে অংশ নিয়েছিলেন।
মোহামেদ মাউনির আরও জানান, মহামারি প্রাদুর্ভাবের পরে মিশরই প্রথম আরব ও আফ্রিকান দেশ যারা অপেরা হাউসের কার্যক্রম পুনরায় চালু করেছে।
মিশরে এখনও পর্যন্ত ৭৯ হাজার ২৫৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৩,৬১৭ জনের মৃত্যু হয়েছে এবং সেরে উঠেছেন ২২ হাজার ৭৫৩ জন।
চিকিৎসা সহায়তা এবং দক্ষতার বিনিময়ের মাধ্যমে মহামারি মোকাবিলায় মিশরকে নিবিড়ভাবে সহযোগিতা করে আসছে চীন।