ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে ‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ বলার সময় বঙ্গবন্ধু ব্যবহার করেছিলেন ডান হাত। অথচ ম্যুরালে লেখাটির পাশে দেখানো হয়েছে তাঁর বাম হাত।
৭ মার্চ ১৯৭১ সালে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরতে বিভিন্ন স্থানের মত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির সামনে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর মুর্যাল।
তবে মুর্যালটিতে বঙ্গবন্ধুর ছবিতে বাম হাত উঁচু করে দেখানো হয়েছে। অথচ ৭ মার্চের ভাষণে ওই বাক্য বলার সময় বঙ্গবন্ধু উঁচু করেছিলেন ডান হাত।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি, এটি ষড়যন্ত্র। কোন অবস্থাতেই বিকৃত ভাস্কর্য মেনে নেয়া যায় না। দোষীদের বিচারের পাশাপাশি ভাস্কর্যটি দ্রুত সংশোধনের দাবি জানিয়েছে তারা।
ভাস্কর মৃণাল হকের দাবি, কর্তৃপক্ষের অনুমোদন অনুসারেই নির্মাণ হয়েছে ম্যুরালটি। র্বাড কর্তৃপক্ষ বলছে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান বলেন, মুজিব বর্ষকে সামনে রেখে মুর্যালটি এখন খুবই গুরুত্বপূর্ণ, ইতিহাস বিকৃত করার কোন সুযোগ নেই উল্লেখ করে বার্ড মহাপরিচালক বলেন, বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।