করোনার ডেল্টা ধরনের স্থলে ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বাংলাদেশেও করোনার এ প্রাণঘাতী ধরনের নতুন ঢেউ নিশ্চিতভাবে দেখা দেবে।
তারা আশঙ্কা করছেন, মানুষের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার চরম অনীহার মধ্যে যদি করোনার নতুন এ ধরন মহামারি আকারে ছড়িয়ে পড়ে তাহলে টিকা না নেয়া আট কোটি মানুষের ওপর এটি চরম আঘাত হানতে পারে বিশেষ করে শিশু ও বয়স্কদের ওপর।
ওমিক্রন ডেল্টার চেয়ে তিন গুণ বেশি সংক্রমক। এ জন্য বিশ্লেষকরা সরকারকে পরামর্শ দিয়েছেন, জনগণকে করোনার সব স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োগকারী সংস্থাগুলোকে জোরদার করা এবং পাশাপাশি বিমান ও স্থল বন্দরের মাধ্যমে দেশে আসা যাত্রীদের সঠিকভাবে স্ক্রিনিং করা ও তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা।
তারা মনে করেন, দ্রুত সংক্রমক করোনার এ ধরনের বিস্তার রোধ করতে ওমিক্রন-আক্রান্ত দেশগুলো থেকে আসা সব যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা উচিত।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম রোগীর মৃত্যু
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা অধ্যাপক ড. মুশতাক হোসেন ও গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল ইউএনবির সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।