সাম্প্রতিক সময়ে দুই দফা বন্যার ক্ষতি পুষিয়ে নিয়ে জেলার চাষিরা নতুন করে শীতকালীন ফসল রোপন করেন। কিন্তু কার্তিক মাসের এই বৃষ্টিতে তা আবার নষ্ট হওয়ায় জেলার চাষিরা চরম বিপাকে পড়েছেন। এদিকে নিম্নচাপের প্রভাবে সারাদেশের মতো ফরিদপুরও জনজীবনে প্রায় অচল হয়ে পড়েছে। গত তিন দিনে জেলার কোথাও সূর্যের দেখা মেলেনি।
ফরিদপুর আবহাওয়া অফিসের পেশাগত সহকারি সুরুজল আমিন জানান, শুক্র ও শনিবার জেলায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে শিগগিরই আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
সদর উপজেলার চরমাধবদিয়া, আলিয়াবাদ, অম্বিকাপুর ইউনিয়নের কয়েকটি ফসলের মাঠে সরেজমিনে দেখা গেছে, শীতকালীন বিভিন্ন ধরেন সবজি ও মুড়িকাটা পেঁয়াজসহ বিভিন্ন ফসলের খেতে পানি জমে আছে। এতে সবচেয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন পেঁয়াজ চাষিরা।
এদিকে বেশ কিছু জায়গায় খেতে পানি জমে গেছে। খেত থেকে দ্রুত পানি না সরলে বড় ধরনের ক্ষতি মধ্যে পড়তে পারেন কৃষকেরা।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী বলেন, অসময়ের বৃষ্টিপাতের কারণে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। যাকে আমরা দুর্যোগে আক্রান্ত ফসল বলছি। বিভিন্ন প্রকার ফসল এতে আক্রান্ত হয়েছে। তবে এই বৃষ্টিজনিত কারণে সবচেয়ে বেশি ক্ষতি হবে মুড়িকাটা পেঁয়াজ ও শীতকালীন ফসলের।