ভারত বুধবার সফলভাবে ভূমি থেকে ভূমিতে আঘাত করতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপনাস্ত্র চীনে আঘাত হানতে সক্ষম।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দূরপাল্লার অগ্নি-৫ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (স্থানীয় সময়) উৎক্ষেপণ করা হয়।
এই ক্ষেপণাস্ত্রে তিন-পর্যায়ের কঠিন জ্বালানি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি অত্যন্ত উচ্চ মাত্রার, যা নির্ভুলভাবে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।