আফগানিস্তানে ঘরের বাইরে নারীদের সম্পূর্ণ শরীর ঢাকা বোরকা পরার নির্দেশ দিয়েছে তালেবান সরকার।
এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সালে ক্ষমতায় থাকার সময়ও নারীদের ওপর একই ধরনের নির্দেশ জারি করেছিল তালেবান।
তালেবানের ভাইস অ্যান্ড ভার্চু মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী খালিদ হানাফি বলেন, ‘আমরা চাই আমাদের বোনেরা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বাঁচুক।’
আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩
ভাইস অ্যান্ড ভার্চু মন্ত্রণালয়ের কর্মকর্তা শির মোহাম্মদ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সকল সম্মানিত আফগান নারীদের হিজাব পরা আবশ্যক এবং সব চেয়ে ভালো হিজাব হলো চাদরি (মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বোরকা)। এটি আমাদের ঐতিহ্যের অংশ ও মর্যাদাপূর্ণ।’
আদেশে আরও বলা হয়েছে, যদি নারীদের বাইরে কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে তবে তাদের ঘরে থাকাই ভালো।
হানাফি বলেন, ‘ইসলামি নীতি ও আদর্শ আমাদের কাছে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: ‘আফগানিস্তান যুদ্ধের অবশিষ্ট অস্ত্রের বিস্ফোরণে ৪ শিশু নিহত’