আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ১৫০ জনে পৌঁছেছে এবং আরও বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে মৃতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
রাষ্ট্রায়ত্ত্ বাখতার নিউজ এজেন্সির তালেবান পরিচালক আব্দুল ওয়াহিদ রায়ান জানান, নিহতের সংখ্যা ১০০০ থেকে বেড়ে ১১৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত ১৬০০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত ৯২০ জন নিহত
৬ মাত্রার ভূমিকম্পে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের ভূমিকম্পে প্রায় তিন হাজার বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল পাকতিকা প্রদেশ ও প্রতিবেশী খোস্ত প্রদেশে।
এ ঘটনায় খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা দিয়ে যাচ্ছে স্থানীয় রেড ক্রিসেন্ট ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মতো সংস্থাগুলো।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৭, আহত ৮৫