বিধানসভা নির্বাচনে বিপুলভোটে জেতার ১০ মাস পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও তার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার সভানেত্রী নির্বাচিত হওয়ার পর রাজ্যের রাজধানী কলকাতায় তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য দেন। এসময় তিনি আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পরাজিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আরও পড়ুন: জাতীয় সঙ্গীত 'অবমাননা': মমতার বিরুদ্ধে সমন জারি
বিজেপিকে তাদের ‘প্রধান শত্রু’ হিসাবে অভিহিত করে মমতা ব্যানার্জি বলেন, ‘আমরা চাই বিজেপির বিরুদ্ধে সব দল এক হোক। কিন্তু কেউ যদি আমাদের কথা না শোনে, অহংকার নিয়ে দূরে সরে থাকে; তাহলে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়-আমরা একাই চলব।’
উল্লেখ্য, গত বছরের ২ মে বিধানসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে ইতিহাস গড়েন মমতা ব্যানার্জি।
আরও পড়ুন: ভবানীপুরে জিতে আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা