ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনারা এবং রবিবার ভোরে তাদের সঙ্গে দেশটির সেনাবাহিনী সড়কে লড়াই করছে বলে জানিয়েছেন এক আঞ্চলিক কর্মকর্তা।
বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণের কিছুক্ষণ পরই খারকিভের দিকে অগ্রসর হতে থাকে রুশ সেনারা। কিন্তু রবিবারের আগ পর্যন্ত তারা শহরে ঢুকার চেষ্টা না করে এর উপকণ্ঠে অবস্থান নেয়।
খারকিভ শহরটি রুশ সীমান্তের ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং শহরটিতে ১৪ লাখ মানুষের বসবাস।
আরও পড়ুন: ২ লাখের বেশি মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন: জাতিসংঘ
খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেহ সিনহুবভ বলেছেন, রবিবার ভোরে রুশ সেনারা শহরে প্রবেশ করে এবং ইউক্রেনের সেনাবাহিনী তাদের সঙ্গে লড়াই করে।
এ সময় তিনি নাগরিকদের ঘর থেকে বের হতে নিষেধ করেছেন।
ইউক্রেনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রুশ যানবাহন খারকিভের দিকে অগ্রসর হচ্ছে এবং একটি হালকা ধরনের গাড়ি রাস্তায় পুড়ছে।
আরও পড়ুন: ইউক্রেনের তেলের ডিপোতে বিস্ফোরণ
এদিকে রবিবার দেশটির রাজধানী কিয়েভের দক্ষিণে ভারী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের আশঙ্কায় নাগরিকরা বাড়ি, পাতাল গ্যারেজ ও রেলস্টেশনে আশ্রয় নিয়েছেন।