অবিলম্বে ইউক্রেনের ওপর মস্কোর আগ্রাসন বন্ধ করা এবং সব রুশ সেনা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদের এক জরুরি অধিবেশনে পরিষদের সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনে একটি প্রস্তাব পাস হয়েছে।
বুধবার ‘ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন’ শিরোনামের প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১টি প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। আর রাশিয়া, বেলারুশ, সিরিয়া, উত্তর কোরিয়া ও ইরিত্রিয়া এই পাঁচটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এসময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনসহ ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।
প্রস্তাবটি এমন সময়ে পাশ হয়েছে যখন রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে বোমাবর্ষণ করেছে এবং দুটি গুরুত্বপূর্ণ বন্দর অবরোধসহ সামরিক যানের একটি বিশাল বহর নিয়ে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছিল।
আরও পড়ুন: ৭ দিনে ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ: জাতিসংঘ
চীন ও ভারতের ভোট দেয়া থেকে বিরত থাকা প্রত্যাশিত ছিল, তবে রাশিয়ান মিত্র কিউবা ও নিকারাগুয়ার ভোট দেয়া থেকে বিরত থাকাটা কিছুটা বিস্ময়কর। এছাড়া সংযুক্ত আরব আমিরাতও এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
এদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের এই বিশেষ অধিবেশনকে ঐতিহাসিক এবং ‘অভূতপূর্ব বিশ্ব ঐক্যের’ প্রদর্শন বলে অভিহিত করেছেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্যমতে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এক সপ্তাহে দেশটি থেকে প্রায় ১০ লাখ মানুষ প্রতিবেশি দেশে পালিয়ে গেছে।