ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এক সপ্তাহে দেশটি থেকে প্রায় ১০ লাখ মানুষ প্রতিবেশি দেশে পালিয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার এ সংখ্যা ইউক্রেনের মোট জনসংখ্যার ২ শতাংশেরও বেশি। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২০ সালে দেশটিতে ৪ কোটি ৪০ লাখ জনসংখ্যা ছিল।
সংস্থাটি জানিয়েছে, যুদ্ধের কারণে ৪০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে যেতে পারে। তবে যুদ্ধ দীর্ঘমেয়াদে হলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
ইউএনএইচসিআরের মুখপাত্র জং-আহ ঘেডিনি-উইলিয়ামস বলেছেন, আমাদের হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহে মধ্য ইউরোপে ১০ লাখ ইউক্রেনীয় পালিয়ে গেছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক টুইটে বলেছেন, ‘মাত্র সাত দিনে আমরা ইউক্রেন থেকে প্রতিবেশি দেশগুলোতে ১০ লাখ শরণার্থীর প্রস্থান প্রত্যক্ষ করেছি।’