জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য উপলক্ষ্যে বিদায় জানাতে মঙ্গলবার কয়েক হাজার মানুষ তার বাসভবনের সামনে জড়ো হয়েছেন।
শোকার্ত নাগরিকেরা আবের মৃতদেহ বহনকারী মোটরগাড়ির ছবি তুলে, ‘আবে সান’ বলে স্লোগান দিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রিয় নেতাকে বিদায় জানান।
এর আগে সোমবার রাতে টোকিওর জোজোজি মন্দিরে আবের জন্য রাত জাগেন পরিবারের ঘনিষ্ঠ কিছু মানুষ, দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং দলের সিনিয়র নেতারা।
দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী আবে দুই বছর আগে পদত্যাগ করার পরেও দেশটির প্রভাবশালী ব্যক্তি ছিলেন।
আরও পড়ুন: শিনজো আবের হত্যাকাণ্ড: নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন