গত ২৪ ঘন্টায় চীনে নতুন করে আরও ৩ হাজার ৩৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৪৬ জনে।
এদিকে গত ডিসেম্বরে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে আগাম সতর্কবার্তা দিয়ে পুলিশের কাছে হেনস্তার শিকার হওয়া এক চিকিৎসকের মৃত্যুর পর জনসাধারণের ক্ষোভ ও সমালোচনার মুখে পড়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার।
আরও পড়ুন: করোনাভাইরাস সম্পর্কে প্রথম সতর্কবার্তা দেয়া চীনা চিকিৎসকের মৃত্যু
চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শুক্রবার আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ‘যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া’ দেখানোর আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।
চীনা ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে কিছু দেশ অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন জিনপিং।
এদিকে যুক্তরাষ্ট্র শুক্রবার ঘোষণা করেছে যে, তারা চীন ও অন্যান্য দেশগুলোকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তা করতে ১০০ মিলিয়ন ডলার সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এছাড়া চীনকে প্রায় ১৮ টন মাস্ক, গাউনসহ প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম দিয়ে সহায়তা অব্যাহত রেখেছেন মার্কিন নাগরিকরা।