প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট এ তথ্য জানিয়েছে।
লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে চিকিৎসাধীন বরিস জনসন বর্তমানে বিভিন্ন ভিডিও গেমস খেলে ও ক্লাসিক সিনেমা দেখে সময় কাটাচ্ছেন।
স্কাই নিউজ জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী সুডোকো (এক প্রকার ধাঁধার খেলা) মিলিয়ে সময় কাটাচ্ছেন।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত বরিস জনসনের অবস্থার উন্নতি হওয়ায় গত ৯ এপ্রিল তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
গত ৬ এপ্রিল অবস্থার অবনতি হওয়ায় তাকে সেন্ট থমাস হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছিল।