কোভিড-১৯ সংক্রমণে ভারতে একদিনে রেকর্ড ৯৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সেই সাথে ২৪ ঘণ্টায় আরও ৬১ হাজার ৫৩৭ জন আক্রান্ত হওয়ায় শুক্রবার পর্যন্ত এ সংখ্যা ২০ লাখ ৮৮ হাজার ৬১১ জনে পৌঁছেছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মোট মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ৫১৮ জনে ছুঁয়েছে। গত ৩০ দিনে ভারতে ২০ হাজার মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
জুনের মাঝামঝি থেকে প্রতিদিন গড়ে প্রায় ৫০ হাজার নতুন শনাক্ত হচ্ছে।
মন্ত্রণালয় রাজ্য কর্তৃপক্ষকে মুদি দোকানকর্মী এবং ভ্রাম্যমাণ বিক্রেতাদের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়ে বলছে, যদি তাদের শনাক্ত না করা হয় তবে তারা সম্ভাব্য সংখ্যক লোকের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে ভারতে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যায় বিশ্বে পঞ্চম, তবে মৃত্যুর হার প্রায় দুই শতাংশ যা ক্ষতিগ্রস্ত শীর্ষ দুটি বেশি দেশগুলোর তুলনায় অনেক কম।
যদিও ভারতে তুলনামূলকভাবে কম মৃত্যুর হার রয়েছে তবে এই রোগটি সারা দেশে ছড়িয়ে পড়েছে।