করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে উল্লেখ করে চীনা প্রেসিডেন্ট বলেন, সব দেশই এ মহামারি মোকাবিলার ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
চীন ও রাশিয়ার মধ্যকার ভালো সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও জানান, কোভিড-১৯ মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে আরও ভালোভাবে কীভাবে পারস্পরিক সহযোগিতা বাড়ানো যায় সে বিষয়ে মতামত বিনিময় ও যার যার অবস্থানের সমন্বয় করতে দুই নেতা একমাসে দুইবার টেলিফোনে আলোচনা করেছেন।
শি জিনপিং বলেন, সংক্রামক এ ব্যাধির বিরুদ্ধে ব্যক্তিগতভাবে রাশিয়ার লড়াইয়ের পরিকল্পনা এবং সেক্ষেত্রে নির্দেশনা দিয়ে আসছেন পুতিন। এছাড়া কার্যকরভাবে করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের একটি ব্যবস্থাও চালু করেছেন তিনি।
এদিকে, চীন সরকার এবং জনগণ করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বলে জানান ভ্লাদিমির পুতন।
প্রাণঘাতী এ রোগের বিরুদ্ধে লড়াই করা অন্যান্য অনেক দেশকেও সহায়তা করায় চীন সরকারকে ধন্যবাদ জানান রুশ প্রেসিডেন্ট।