রাশিয়ায় গত একমাসে করোনায় মৃত্যু ও শনাক্ত উল্লেখ্যযোগ্য পরিমাণে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৪০ হাজার ২৫১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ৪০ হাজার ৯৬ জন্য শনাক্ত হয়েছিল। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে।
আরও পড়ুন: ২৩ যাত্রী নিয়ে রাশিয়ায় বিমান বিধ্বস্ত
দেশটির সরকারের করোনভাইরাস টাস্ক ফোর্সের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬০ জন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৮০ জনে ।
তবে দেশটির জরিপকারী সংস্থা রোসস্ট্যাট জানিয়েছে, করোনায় মৃত্যুর সংখ্যা প্রকৃতপক্ষে আরও বেশি।
গত সেপ্টেম্বরে করোনাভাইরাস ৪৪ হাজার ২৬৫ মৃত্যুর কথা জানিয়েছে সংস্থাটি।
রাশিয়ায় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুত বেড়েছে।
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার ২৩৭ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৯ লাখ ৯৪ হাজার ৬০৭ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৫৯ লাখ ৪৯ হাজার ৯৫১ জন এবং মারা গেছেন সাত লাখ ৪৫ হাজার ৬৬৫ জন।
আরও পড়ুন: রাশিয়ায় নিখোঁজ বিমানের সন্ধান, ২৮ আরোহীই নিহত
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ সাত হাজার ৬৯৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৮ লাখ ৪ হাজার ৯৪ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।