‘হার ঘর দাস্তাক’ প্রকল্পের আওতায় দেশের শতভাগ নাগরিককে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অন্তত একডোজ টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
রবিবার এএনআই এর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইতোমধ্যে দেশটির প্রাপ্তবয়সী নাগরিকের অর্ধেককে দুই ডোজ টিকা দেয়া হয়েছে।
এক টুইটে ইউনিয়ন স্বাস্থ্যমন্ত্রী মানসুক মানদাভিয়া লিখেছেন, অভিনন্দন ভারত। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে আমাদের অর্ধেক প্রাপ্তবয়সী নাগরিক সম্পূর্ণ ডোজ টিকা পেয়েছে।
আরও পড়ুন: ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ২১
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চন্ডীগড়, দাদরা নগর হাভেলী এবং দামান দিউ, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরালা, লাদাখ, মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড ও ত্রিপুরার ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক পূর্ণ ডোজ টিকা নিয়েছে।
কর্ণাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিশনার ড. রণদীপ বলেছেন, আমরা সম্ভবত দ্বিতীয় ডোজ টিকা কভারেজের ক্ষেত্রে দেশের মধ্যে তৃতীয় স্থানে আছি৷ আমরা আশা করি এই মাসের শেষের দিকে আমাদের অন্তত ৭৫ শতাংশ নাগরিককে টিকার আওতায় আনতে পারব। আর মোট নাগরিকের ৯৫ শতাংশকে টিকা দিতে আরও অন্তত ৪৫-৬০ দিন সময় লাগবে।
গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য কর্মকর্তারা ‘হার ঘর দস্তক’ প্রচারাভিযানের বিষয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে একটি বৈঠক করেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটির শতভাগ নাগরিককে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মরণে ঢাকায় মৈত্রী সপ্তাহ উদযাপন