বুধবার রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম এ তথ্য জানিয়েছেন, খবর সিনহুয়া।
মন্টানা, ইউটা, টেক্সাস ও নিউ জার্সির কর্মীদের সহায়তায় ক্যালিফোর্নিয়ার ফরেস্ট অ্যান্ড ফায়ার প্রটেকশন বিভাগ (ক্যাল ফায়ার) এবং ইউএস ফরেস্ট সার্ভিস এ অগ্নিকাণ্ড নেভাতে কাজ করছে।
ক্যালিফোর্নিয়া জুড়ে প্রায় ১৭ হাজারের বেশি দমকলকর্মীর পাশাপাশি ২ হাজার ২০০ ইঞ্জিন আগুন নেভাতে কাজ করছে বলে নিউসম জানান।
মেন্দোসিনো কাউন্টিতে আগস্ট থেকে শুরু হওয়া রাজ্যের বৃহত্তম দাবানল বুধবার পর্যন্ত বাড়তির দিকে রয়েছে। এটি ৭ লাখ ৯৬ হাজার ৬৫১ একর (প্রায় ৩ হাজার ২২৪ বর্গ কিলোমিটার) জুড়ে ছড়িয়ে গেছে। এর ৩০ শতাংশ নিয়ন্ত্রণ করা হয়েছে।
ফ্রেসনো এবং মাদেরা কাউন্টিতে ছড়ানো ২ লাখ ২০ হাজার ২৫ একর (প্রায় ৮৯০ বর্গ কিলোমিটার) আয়তনের দাবানল বুধবার সকাল পর্যন্ত নিয়ন্ত্রণ করা গেছে ১৮ শতাংশ।
বুটে, প্লুমাস ও ইউবা কাউন্টিগুলোতে আগুনে ২ লাখ ৭৩ হাজার ৩৩৫ একর (প্রায় ১ হাজার ১০৬ বর্গ কিলোমিটার) পুড়ে গেছে, যার ৩৬ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে বলে ক্যাল ফায়ার জানিয়েছে।
সান ফ্রান্সিসকো ক্রনিকল বুধবার এক প্রতিবেদনে জানায়, ইউরোপীয় কমিশনের সাইন্স এজেন্সি কোপার্নিকাস অ্যাটমোস্ফিয়ার মনিটরিং সার্ভিসের মতে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটনের মারাত্মক বন্য আগুনের ধোঁয়া এ সপ্তাহান্তের মধ্যে আটলান্টিক মহাসাগর পেরিয়ে ইউরোপের ওপরের বায়ুমণ্ডলকে প্রভাবিত করবে।