তিন দিনের সহিংস সংঘর্ষের পর রবিবার রাতে ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
মিশরের মধ্যস্থতায় রাত সাড়ে ১১টার দিকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলি এবং সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা অব্যাহত ছিল।
ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তারা ‘কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে’।
গত শুক্রবার থেকে ইসরায়েলি বিমান গাজায় লক্ষ্যবস্তুতে আঘাত করছে। অপরদিকে ইরান-সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে শত শত রকেট নিক্ষেপ করেছে।
ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এছাড়া আহত হয়েছেন ২০০ শতাধিক মানুষ।
ইসরায়েল শুক্রবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর একজন নেতার ওপর হামলার মাধ্যমে তাদের অভিযান শুরু করে। শনিবার আরেকজন শীর্ষ নেতার ওপর আরেকটি হামলা চালায়।
সশস্ত্র গোষ্ঠীর দ্বিতীয় শীর্ষ নেতা কমান্ডার খালেদ মনসুর শনিবার গভীর রাতে দক্ষিণ গাজার রাফাহ শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বিমান হামলায় নিহত হন। এসময় আরও দুই জঙ্গি এবং পাঁচজন বেসামরিক লোক নিহত হয়।
গত বছর গাজায় ইসরায়েল এবং হামাসের ১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সর্বশেষ এ ধরনের হামলার ঘটনা ঘটল।