আবারও চলন্ত বিমান থেকে লাফ দেওয়ার ঘটনা ঘটলো। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস বিমানবন্দরে শুক্রবার রাতে চলন্ত বিমান থেকে লাফ দিয়ে আহত হওয়ায় এক যাত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে। বিমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুনঃ হামাসের ‘আগুনে বেলুন’ ছোড়ার জবাবে গাজায় দ্বিতীয় দফা বিমান হামলা ইসরায়েলের
বিমান বন্দর এবং স্কাইওয়েস্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, স্কাইওয়েস্টের ইউনাইটেড এক্সপ্রেস ফ্লাইট ৫৩৬৫ সন্ধ্যা ৭ টা নাগাদ ছেড়ে যাচ্ছিল। এই সময় ওই ব্যক্তি দরজা ভেঙ্গে ককপিটে প্রবেশের চেষ্টা করেন। পরে তিনি জরুরি দরজা খুলতে সক্ষম হন এবং চলন্ত বিমান থেকে লাফ দেন।
কতৃপক্ষ জানিয়েছে, লাফ দেয়ার পর ওই ব্যক্তিকে ট্যাক্সি করে হাসপাতালে নেওয়া হয়েছে। তার আঘাত ততোটা গুরত্বর নয়। এই ঘটনায় বিমানের অন্য কেউ আহত হননি।
আরও পড়ুনঃ তাইওয়ানে রেকর্ড সংখ্যক চীনা বিমানের অনুপ্রবেশ
এফবিআই এই ব্যাপারে তদন্ত করছে।
লস এঞ্জেলসে দুদিনের মধ্যে দ্বিতীয় বারের মতো এমন ঘটনা ঘটলো। এর আগে বৃহস্পতিবার এক চালক গাড়ি নিয়ে বিমানবন্দরের বেড়া ভেঙ্গে রানওয়েতে প্রবেশ করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় কোন হতাহত নেই। তবে দুটি রানওয়ে বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।