চীনে নতুন ভাইরাসজনিত নিউমোনিয়া রোগে আক্রান্ত আরও ১৭ জনকে শনাক্ত করা হয়েছে।
রবিবার উহান শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ নতুন রোগী শনাক্তের বিষয়টি জানিয়েছে।
নতুন ভাইরাসজনিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু এবং এ বিষয়ে অন্যান্য দেশে সতর্কতা জারির পর মধ্য চীনে নতুন করে এই রোগে আক্রান্ত আরও ১৭ জনকে শনাক্ত করা হয়।
দেশটির উহান শহরে এপর্যন্ত ‘নভেল করোনা ভাইরাসে’ আক্রান্ত মোট ৬২ জনকে শনাক্ত করা হয়েছে, যেখান থেকে এই ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওই ৬২ জনের মধ্যে ১৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলেও গুরুতর অসুস্থ অবস্থায় ৬০ বছর বয়সী দুজনের মৃত্যু হয়েছে।
মধ্য চীন থেকে আগত বিমান যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে এশিয়ার অন্তত ৬টি দেশ। উহান থেকে আসা তিন ব্যক্তির মধ্যে এই রোগ শনাক্ত করার কথা জানিয়েছে থাইল্যান্ড ও জাপান।