আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদে তালেবানদের গাড়ি লক্ষ্য করে ধারাবাহিক বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস।
রবিবার রাতে আইএসের মিডিয়া সংস্থা ‘আমাক’ এ কথা জানায়।
এর আগে আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জালালাবাদে রবিবার ও শনিবারের হামলায় বেশ কয়েকজন তালেবান যোদ্ধাসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে।
গত মাসের মাঝামাঝিতে তালেবানরা কাবুল দখলের পর আফগানিস্তানের ক্ষমতা নেয়। এরপর ৩১ আগস্টের মধ্যে মার্কিন ও ন্যাটো বাহিনী দেশটি ত্যাগ করে।
তালেবানরা এখন দেশ পরিচালনায় বড় ধরনের অর্থনৈতিক এবং আইএস জঙ্গি গোষ্ঠীর নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
আরও পড়ুন: মহিলা বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে ‘নৈতিকতা বিভাগ’ চালু করল তালেবান