সিউল, ২৭ জুলাই (এপি/ইউএনবি)- দক্ষিণ কোরিয়ায় নৈশক্লাবের ভেতরে শনিবার বারান্দা ধসে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সেই সাথে বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড়সহ ১৬ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে এ দুর্ঘটনার সময় নৈশক্লাবটিতে কয়েক শ মানুষ ছিলেন।
পুলিশ জানায়, দুজন দক্ষিণ কোরীয় নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। পুলিশের হিসাব অনুযায়ী আহতদের মধ্যে ১০ জন বিদেশি। তাদের মধ্যে আটজন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গুয়াংজুতে আসেন।
আহত খেলোয়াড়দের মধ্যে তিনজন আমেরিকান, দুজন নিউজিল্যান্ডের, একজন ডাচ, একজন ইতালির ও একজন ব্রাজিলের বলে এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।
তিনি বলেন, সবার আঘাত সামান্য। তবে একজন আমেরিকান নারী ওয়াটার পোলো খেলোয়াড়ের অস্ত্রোপচার দরকার হয়েছে।