ভারতের রাজধানী দিল্লিতে একটি হাসপাতালে‘অক্সিজেন সংকটের’ কারণে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার মধ্যরাতে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে এ ঘটনা ঘটে। শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. ডিকে বালুজা বলেন, সরকার থেকে আমাদের জন্য ৩.৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ ছিল। এই অক্সিজেন সন্ধ্যা ৫টার দিকে হাসপাতালে পৌঁছার কথা ছিল। তবে সেগুলো আসে মধ্যরাতে। ততক্ষণে ২০ রোগী মারা যায়।
তিনি আরও বলেন, দুই শতাধিক করোনা রোগী ওই হাসপাতালে ভর্তি আছেন। পরিস্থিতি আরও জটিল হচ্ছে এবং অক্সিজেনের চাহিদা বাড়ছে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা সংশোধন করে ২৫ জন বলে জানায় এবং দিল্লির হাইকোর্টে এক আবেদনে অক্সিজেন সংকট নিরসনে আদালতের হস্তক্ষেপ কামনা করে।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মকভাবে আঘাত হেনেছে। বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। দিল্লিতে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে।