মহানবী মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে পুরো দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।
শুক্রবার সুপ্রিম কোর্টের দুজন বিচারপতির বেঞ্চের এক বিচারপতি সূর্য কান্ত বলেছেন, ‘এটি লজ্জাজনক। তার (শর্মার) পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘সারা দেশে তার বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর দিল্লিতে স্থানান্তর করার আবেদনের শুনানি করার সময় হয়েছে।’
বিচারপতি কান্ত বলেন, ‘দেশে যা ঘটছে তার জন্য এই নারী একাই দায়ী।’
আরও পড়ুন: নূপুর শর্মার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট: অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে মামলা
নূপুর শর্মা সম্পর্কে সুপ্রিম কোর্টের মন্তব্যের পরপরই ভারতের প্রধান বিরোধী কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী সারা দেশে মুসলিম বিরোধী মনোভাব জাগানোর জন্য বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারকে দোষারোপ করেছেন।
প্রসঙ্গত, নূপুর শর্মার মন্তব্যের জেরে গত মাসে সারা ভারতজুড়ে মুসলমানরা ব্যাপক প্রতিবাদ শুরু করে। এর ফলে ভারত ও বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ - সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, কুয়েত এবং কাতারের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্বের সূত্রপাত হয়।
গত মাসে বিজেপি তার মুখপাত্র নূপুর শর্মা এবং দলটির দিল্লি মিডিয়া সেলের প্রধান নবীন কুমার জিন্দালকে পদ থেকে বরখাস্ত করে।
বিজেপি জানায়, শাসক দল ‘সকল ধর্মকে সম্মান করে’।
দলটি এক বিবৃতিতে জানায়, ‘বিজেপি এই ধরনের ব্যক্তি বা দর্শনকে প্রচার করে না... এই দল (বিজেপি) কোনো ধর্মের কোনো ধর্মীয় ব্যক্তিত্বের অপমানকে দৃঢ়ভাবে নিন্দা করে।’
আরও পড়ুন: মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য: ভারতে মুসলমানদের ব্যাপক বিক্ষোভ
ভারতে নবীজিকে নিয়ে মন্তব্য: বাগেরহাটে বিরোধের জেরে হিন্দু বাড়িতে হামলা