নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার সকালে সর্বশেষ লাশের সন্ধান পাওয়া গেছে। এ পর্যন্ত ২২ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপালের সেনাবাহিনী।
অনুসন্ধান ও উদ্ধার কাজের নেতৃত্বে থাকা নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল টুইট করেছেন যে সর্বশেষ লাশটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে বাকি আরও ১২টি লাশ কাঠমান্ডুতে আনার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: নেপালের পাহাড়ে বিমান বিধ্বস্ত: ১৪ লাশ উদ্ধার
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র দেও চন্দ্র লাল কর্ন সিনহুয়াকে জানিয়েছেন, একটি প্রাথমিক সমীক্ষায় দেখায় যে খারাপ আবহাওয়ার কারণে টুইন অটার বিমানটি নেপালের মুস্তাং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছিল। তবে পাঁচ সদস্যের তদন্ত দল এই বিষয়ে বিস্তারিত তদন্ত করবেন।