পলাতক বাংলাদেশি ব্যবসায়ী প্রশান্ত কুমার (পিকে) হালদার এবং তার দুই সহযোগীকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি)।
শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাকি দুজন হলেন- হালদারের সহযোগী প্রীতিশ কুমার হালদার ও প্রাণেশ কুমার হালদার।
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন কর্তৃক মানি লন্ডারিং এবং অবৈধভাবে অর্জিত সম্পদ অর্জনের অভিযোগ আনার পর থেকে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি হালদার পলাতক ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পিকে হালদারের বিরুদ্ধে ৯০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা
অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিকে হালদার জালিয়াতি করে শিবশঙ্কর হালদার নামে একজন ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে আসছিলেন।’
অধিদপ্তর জানিয়েছে, এই তিনজনই জালিয়াতি নথির ভিত্তিতে ভারতে কোম্পানিটি স্থানান্ত করেছে।
সূত্র ইউএনবিকে আরও জানিয়েছে, তিনজনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হতে পারে। তবে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক অনুরোধ পাননি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আরও পড়ুন: পাসপোর্ট জব্দ থাকার পরও পিকে হালদার কীভাবে বিদেশে, জানতে চায় হাইকোর্ট