চীনের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, রবিবার মধ্য রাতের দিকে পৃথিবীতে প্রবেশের সময়েই চীনের সবচেয়ে বড় রকেটটির ধ্বংসাবশেষের অধিকাংশই পুড়ে যায়। রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে ভারত মহাসাগরে এসে পড়ে।
রকেটের ধ্বংসাবশেষ শনাক্ত করতে সক্ষম হওয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষক জনাথন ম্যাকডোয়েল টুইটারে বলেন, ‘পরিসংখ্যানগতভাবে রকেটের ধ্বংসাবশেষ সাগরে এসে পড়াটা ভাল দিক হিসেবে বিবেচনা করা হয়। বলা যেতে পারে চীন তাদের চেষ্টায় সফল....কিন্তু এটা ছিল ঝুঁকিপূর্ণ এবং বেপরোয়া কাজ।’
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, শনিবার (৮ মে) স্থানীয় সময় রাত ৭টা ২৪ মিনিটে রকেটটির পুনরায় পৃথিবীতে প্রবেশ করে। তবে পুনরায় প্রবেশ করার আগেই এর অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: মহাকাশে চীনের প্রথম প্রাইভেট রকেট পাঠানোর চেষ্টা ব্যর্থ
কিন্তু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কর্মকর্তা বিল নেলসন এক বিবৃতিতে বলেন, এটা পরিষ্কার যে চীন তাদের রকেটের ধ্বংসাবশেষ ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে।
সাধারণত রকেটের ধ্বংসাবশেষ মহাশূন্যে ভ্রমণ না করে পৃথিবীতে চলে আসে এবং জলভাগে এসে পড়ে। কিন্তু গত ২৯ এপ্রিল চীনের হাইনান দ্বীপ থেকে উৎক্ষেপণ করা লং মার্চ ৫বি রকেটটি মহাশূন্যে হারিয়ে যায়।