পেরুর আরেকুইপা অঞ্চলের কারাভেলি শহরের কাছে সোমবার একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।
আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রধান দেমবার মুনজ লোজাদা জানান, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পেরুর লিমা শহর থেকে আরেকুইপা শহরের দিকে যাওয়ার সময় বাসটি বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।
মুনজ লোজাদা জানান, দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে আরেকুইপার কাছে একটি হাসপাতালে ভর্তি করে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতদের মধ্যে দুই ব্রাজিলের নাগরিকসহ চারজন বিদেশি পর্যটক রয়েছেন বলেও জানান তিনি।
সুপারিন্টেন্ডেন্সি অব গ্রাউন্ড ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাপক জর্জ বেল্ট্রান বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনায় পড়তে পারে। দুর্ঘটনার সময় বাসটি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে চালানো হচ্ছিল।
প্রসঙ্গত, আন্দিস পর্বতমালার মধ্য দিয়ে পেরুর মহাসড়কগুলো বিপজ্জনক এলাকা দিয়ে হওয়ার কারণে ঘন ঘন মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।