ফাইজারের পরীক্ষামূলক ভাইরাস প্রতিরোধক পিল করোনার কারণে উচ্চ ঝুঁকিতে থাকা বয়স্কদের হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঝুঁকি প্রায় ৯০ শতাংশ হ্রাস করতে সক্ষম বলে দাবি করেছে ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠানটি।
বর্তমানে করোনার চিকিৎসার জন্য আইভি বা ইনজেকশন প্রয়োজন হয়। এদিকে ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান মের্ক এর করোনা প্রতিরোধক পিল ইতিমধ্যে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পর্যালোচনার আওতায় আছে। এছাড়া বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য এ পিলের অনুমোদন দিয়েছে।
ফাইজার জানিয়েছে, এফডিএ ও আন্তর্জাতিক নিয়ন্ত্রকদের যত দ্রুত সম্ভব তাদের পিল ব্যবহারের অনুমোদনের জন্য অনুরোধ করবে তারা।
ফাইজার একবার আবেদন করলে এফডিএ কয়েক সপ্তাহ কিংবা মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
আরও পড়ুন: কিছু দিনের মধ্যে শিশুদের ফাইজারের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে এলো ফাইজারের আরও ২৫ লাখ টিকা