যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ১২ তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাত ১ টা ৩০ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে।
মায়ামির দমকল বাহিনী জানায়, উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ৮০টি দমকল বাহিনীর গাড়ি পাঠিয়েছে তারা। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ১০ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো মারা গেছেন
দেশটির পুলিশও উদ্ধার কাজে সহায়তা করছে।
কর্মকর্তাদের আশঙ্কা, ভবন ধসে মৃতের সংখ্যা দ্রুত বেড়ে উঠতে পারে বলে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়ে থাকতে পারেন।
তবে ধ্বংসস্তূপে ঠিক কত জন আটকা পড়েছেন তা এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কানাডার আরেকটি আদিবাসী স্কুলে গণকবরের সন্ধান
সার্ফসাইডের মেয়র চার্লস বারকেট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভবনের পেছনের দিকে সম্ভবত এক-তৃতীয়াংশ বা তারও বেশি সম্পূর্ণভাবে ধসে গেছে।’
কাউন্টি কমিশনার জোস দিয়াজ জানান, ভবনের ৫১ জন বাসিন্দার সবাই জীবিত আছেন কিনা, তা জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: কারাগারে ‘আত্মহত্যা’ করলেন অ্যান্টিভাইরাস গুরু জন ম্যাকাফি
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেন, ‘আমরা যে ধরনের ধ্বংসস্তূপ দেখছি, তাতে খারাপ খবরই আসতে পারে বলে আশঙ্কা করছি।’
প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।