বলিভিয়ার পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ জানুয়ারি) পশ্চিমাঞ্চলীয় অরুরো বিভাগের চাল্লাপাতা শহরের কাছে দু’টি গণপরিবহন (বাস ও ভ্যান) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, নিহতদের মধ্যে ৬ জন ভ্যানে ছিলেন, অন্যজন বাসের যাত্রী। ভ্যানটি সড়কের বিপরীত পাশ দিয়ে যাওয়ার সময় তারিজা থেকে লা পাজগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় টেলিভিশনে প্রচার করা ছবিতে দেখা যায়, ধাক্কায় যাত্রীবাহী ভ্যানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত