রবিবার দলীয় কর্মীদের উদ্দেশে কথা বলার সময় ভারতীয় সংসদ সদস্য দিলীপ এ হুমকি দেন।
তবে, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সোমবার এক টুইটে বলেন, দিলীপের মন্তব্যের সাথে দল হিসেবে বিজেপির কোনো সম্পর্ক নেই। সেই সাথে তিনি এ কথাকে ‘খুবই দায়িত্বজ্ঞানহীন’ হিসেবে আখ্যায়িত করেন।
বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার জন্য সম্প্রতি ভারতে সিএএ পাস করা হয়। ধর্ম নিরপেক্ষ দেশটিতে এ আইনের প্রতিবাদে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে।
দিলীপ পশ্চিমবঙ্গের সাথে বিজেপি নিয়ন্ত্রিত অন্যান্য রাজ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নেয়া ব্যবস্থার তুলনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন।
দিলীপ বলেন, ‘আসাম, উত্তর প্রদেশ ও কর্ণাটকে দেখুন, আমাদের সরকার এ শয়তানদের কুকুরের মতো গুলি করেছে।’
‘এখানে আসবে, আমাদের খাবে, থাকবে আবার সম্পত্তির বিনাশ করবে? আমরা তোমাদের লাঠিপেটা করব, গুলি করব ও জেলে পাঠাব,’ পশ্চিমবঙ্গের বিক্ষোভকারীদের প্রসঙ্গে বলেন তিনি।
১১ ডিসেম্বর সিএএ পাস হওয়ার পর দেশব্যাপী বিক্ষোভে বেশ কয়েকজন নিহত হয়েছেন। সবচেয়ে বড় বিক্ষোভ দেখা দিয়েছে উত্তর প্রদেশ, কর্ণাটক ও আসাম রাজ্যে।
আসাম পুলিশ পাঁচজনকে গুলি করে মারার কথা স্বীকার করেছে। কর্ণাটক কর্তৃপক্ষ পুলিশের গুলিতে নিহত দুজনের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দিয়েছে।
উত্তর প্রদেশে বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেয়ার অঙ্গীকার করার পর এক দিনেই ১৬ মুসলিম নিহত হন। উত্তর প্রদেশ কর্তৃপক্ষ এসব মৃত্যুর জন্য কোনো দায় স্বীকার করেনি।