বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪১ লাখ ৬৭ হাজার ১৭৩ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৩০২ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৮৭ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার ৪৭৬ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ৫৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১০ হাজার ৯৫১ জন।
আরও পড়ুন: করোনা: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চিকিৎসা সামগ্রী উপহার
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫০ হাজার ৫০২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৬৬২ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৪ লাখ ১১ হাজার ২৬২ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৯৬৭ জনে।
বাংলাদেশ পরিস্থিতি
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে সর্বোচ্চ ২৪৭ জন মারা গেছেন, এর আগে (১৯ জুলাই) সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২১ জনে।
এছাড়া একই সময়ে সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ জন আক্রান্ত হয়েছেন। এর আগে চলতি মাসের ১৩ জুলাই সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জন আক্রান্ত হয়েছিল। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৭৯ হাজার ৮২৭জনে।
বিজ্ঞপ্তি অনুসারে, ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্তের হার শতকরা ২৯.৮২ শতাংশ। এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৫ শতাংশ।
পড়ুন: টোকিও অলিম্পিকের শূণ্য গ্যালারিতেই উদ্দীপনা খুঁজছেন খেলোয়াড়রা
রামেকের করোনা ইউনিটে আরও ২১ মৃত্যু
এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১১ হাজার ৫২জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। সুস্থতার হার ৮৫.৬০ শতাংশ।