বিভিন্ন দেশে ওমিক্রন আতঙ্কের মাঝে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৮৮ লাখ ছাড়াল। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৮৮ লাখ ৬৬ হাজার ২১৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৩ লাখ ৯২ হাজার ২০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাঁচ কোটি ১৯ লাখ ৬২ হাজার ৭৮৭ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ১৬ হাজার ৩৬২ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৮ হাজার ৬৫৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২২ লাখ ৩৪ হাজার ৬২৩ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
আরও পড়ুন: করোনা: সব হাসপাতালে পর্যাপ্ত সিট বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট
ভারতে ২৪ ঘণ্টায় করোনার নতুন ধরন ওমিক্রনে ১২২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনার এ নতুন ধরনে মোট আক্রান্তের সংখ্যা ৩৫০ জন ছাড়িয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত আগের দিনের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। রাজধানী দিল্লি এবং পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ওমিক্রন শনাক্তের তুলনামূলক বেশি।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৬ হাজার ৬৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট তিন কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬২৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৯ হাজার ১৩৩ জনে।
বাংলাদেশ পরিস্থিতি
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ৩৪২ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৫ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: করোনাতেও কৃষি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের হার ৯৮ শতাংশ
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২ দশমিক ২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৯২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।