নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল মঙ্গলবার সকালে বুকে ব্যথা নিয়ে ফের কাঠমান্ডুর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে জানা গেছে, অসুস্থ ৭৮ বছর বয়সী পাউদেলকে কার্ডিয়াক চেকআপের জন্য কাঠমান্ডুর শহীদ গাঙ্গালাল ন্যাশনাল হার্ট সেন্টারে ভর্তি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রটি এএনআইকে জানিয়েছে, ‘বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। এখনও রিপোর্ট আসেনি।’
হাসপাতাল এবং প্রেসিডেন্টের কার্যালয় অবশ্য তার হাসপাতালে ভর্তির বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বা তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা জানায়নি।
আরও পড়ুন: নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল হাসপাতালে ভর্তি
সূত্রটি আরও জানিয়েছে, ‘সকালে প্রেসিডেন্ট বুকে ব্যথার কথা জানান এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে হাসপাতালের ২৫৪ নম্বর ভিআইপি কেবিনের ৬ নম্বর বেডে রাখা হয়েছে।’
মঙ্গলবার হাসপাতালে ভর্তির আগে পাউদেল শনিবার সর্বশেষ তার স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন।
গত এপ্রিল মাসের শুরুতে পাউদেলকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) চিকিৎসার জন্য শ্রী এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নয়াদিল্লি নিয়ে যাওয়া হয়েছিল।
নেপালের প্রেসিডেন্ট দিল্লিতে যাওয়ার আগে চারদিন কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে (টিইউটিএইচ) চিকিৎসা নিয়েছিলেন। চলতি বছরের ৫ এপ্রিল ভর্তি হওয়া রামচন্দ্রকে চার রাত পর ছেড়ে দেওয়া হয়।
গত ১৩ মার্চ নেপালি কংগ্রেসের সিনিয়র নেতা রাম চন্দ্র পাউদেল নেপালের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
আরও পড়ুন: শপথ নিলেন নেপালের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল