ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে বৃহস্পতিবার বিধান সভার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে সেমিফাইনাল হিসাবে চিহ্নিত করা হয়েছে।
করোনার সব স্থাস্থ্যবিধি মেনে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি শাসিত এই রাজ্যে প্রথম ধাপের ভোট সন্ধ্যা ৬টায় শেষ হবে।
উত্তর প্রদেশে ৪০৩টি বিধানসভা কেন্দ্র রয়েছে। মোট সাত দফায় ভোট হবে এই রাজ্যে। আগামী ৭ মার্চ রাজ্যে শেষ দফার নির্বাচন। ভোটের ফল গণনা হবে আগামী ১০ মার্চ।
উত্তরপ্রদেশে জয় প্রধানমন্ত্রী মোদির তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার জন্য একটি বড় উপলক্ষ হতে পারে। ২০২৪ সালে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা।
আরও পড়ুন: কর্ণাটকে হিজাব বিতর্ক: বৃহত্তর বেঞ্চ গঠনের অভিমত আদালতের
চলতি মাসে ভারতে আরও চারটি রাজ্যে ভোট অনুষ্ঠিত হবে। সেগুলো হলো উত্তর ভারতের পাঞ্জাব, উত্তরাখন্ড, পশ্চিমের গোয়া এবং উত্তর-পূর্বের মণিপুর।
এই পাঁচটি রাজ্যের মধ্যে চারটিতে বিজেপি ক্ষমতায় রয়েছে। আর প্রধান বিরোধী দল কংগ্রেস রয়েছে পাঞ্জাবের ক্ষমতায়।
পড়ুন: কর্ণাটকে হিজাব দ্বন্দ্ব যেভাবে বৃহত্তর আন্দোলনে রূপ নিলো