ভারতের রাজস্থানের উদয়পুরে ওমিক্রনে একজনের মৃত্যু হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্টে দেশটিতে এটিই প্রথম মৃত্যু।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ৭৩ বছর বয়সী লক্ষ্মীনারায়ণ নগর ১৫ ডিসেম্বর করোনায় আক্রান্ত হন। তার রক্তের নমুনার পরবর্তী জিনোম সিকোয়েন্সিং নিশ্চিত করেছে তিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন।
কর্মকর্তারা জানায়, ওমিক্রনে মৃত ব্যক্তি করোনার দুই ডোজ নিয়েছিলেন। ৩১ ডিসেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলির পর তার মেয়েও করোনায় আক্রান্ত
এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৩৫৮ জনে পৌঁছেছে। বুধবারের কোভিড পরিসংখ্যান মঙ্গলবারের তুলনায় ৫৫ শতাংশ বেশি।
বুধবার পর্যন্ত ভারতের ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ১৩৫ জন হয়েছে।
এর আগে ওমিক্রনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়।
আরও পড়ুন: সুনামির মতো ছড়িয়ে পড়ছে ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা