ভারতে ২৪ ঘণ্টায় করোনার নতুন ধরন ওমিক্রনে ১২২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনার এ নতুন ধরনে মোট আক্রান্তের সংখ্যা ৩৫০ জন ছাড়িয়েছে।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত আগের দিনের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। রাজধানী দিল্লি এবং পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ওমিক্রন শনাক্তের তুলনামূলক বেশি।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্র, দিল্লি, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কর্ণাটকে ৩০টিরও বেশি ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে।
দেশটির স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘দেড় থেকে তিন দিনে ওমিক্রন সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়। তাই আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে।
সব মিলিয়ে, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতে ৬ হাজার ৬৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩৭৪ জন।
এর আগে ওমিক্রনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়।