ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এটিই ভারতে করোনাভাইরাস থেকে সৃষ্ট ‘কোভিড-১৯’ রোগে প্রথম মৃত্যু বলে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে টুইটারে কর্ণাটক রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী বি শ্রীরামুলু জানান, কর্নাটকের কালবুর্গি জেলার ৭৬ বছর বয়সী এক বাসিন্দা ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে বুধবার মারা গেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা এবং অন্যান্য নিয়ম জারি রাখা হয়েছে।
গত ২৯ ফেব্রুয়ারি ওই ব্যক্তি সৌদি আরব থেকে ফিরেছিলেন এবং হায়দ্রাবাদ বিমানবন্দরে তাকে পরীক্ষা করা হয়েছিল। সেসময় তার শরীরে কোনও লক্ষণ ছিল না। ৫ মার্চ তিনি কালবুর্গির একটি বেসরকারি হাসপাতালে যান এবং সেদিনই শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের কারণে তাকে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাস পান হাসপাতালের কর্মীরা। বুধবার ওই বৃদ্ধের মৃত্যু হয়।
ভারতের সরকার বৃহস্পতিবার বিকাল পর্যন্ত দেশটিতে ৭৪ জন করোনায় আক্রান্ত বলে জানিয়েছে।
আরও পড়ুন: কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত