ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে প্রায় পৌনে তিন লাখ।
সোমবার এনডিটিভির খবরে বলা হয়েছে, ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন। রেকর্ড সংখ্যক নতুন সংক্রমণ নিয়ে টানা পঞ্চম দিনের মতো ২ লাখের অধিক করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।
আরও পড়ুন: ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড আড়াই লাখের বেশি করোনা শনাক্ত
এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৬১৯ জন মানুষ। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে বর্তমানে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৮ হাজার ৭৯৩ জনে।
আরও পড়ুন: ভ্যাকসিন সংকটের মাঝেই ব্রাজিলের করোনা পরিস্থিতির অবনতি
ইতিমধ্যে দেশটির ঝুঁকিপূর্ণ ১২টি রাজ্যের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবারহ বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে গুরুতর।
আরও পড়ুন: বিশ্ব করোনা পরিস্থিতি: আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ কোটি ১১ লাখে